পাটকেলঘাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র পাটকেলঘাটার উন্নয়নে অবদান রেখে চলেছে জেলা প্রশাসন ও তালা উপজেলা প্রশাসন এবং সরুলিয়া ইউনিয়ন পরিষদ। চলছে বিভিন্ন প্রকার উন্নয়ন মূলক কর্মকাণ্ড। রীতিমত মডেল ইউনিয়নের রুপ নিয়েছে ৩নং সরুলিয়া ইউনিয়ন। তালা উপজেলা নির্বাহী কর্তকর্তার পরামর্শক্রমে চেয়ারম্যান মতিয়ার রহমান পাটকেলঘাটায় উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাটকেলঘাটার আপামর জনতার প্রাণের দাবি উপজেলা রুপান্তরের দাবিকে ত্বরাণি¦ত করতে কার্যক্রম এগিয়ে চলেছে। কপোতাক্ষ নদের জেগে ওঠা চর এলাকায় গড়ে উঠেছে নতুন কাঁচাবাজার। কপোতাক্ষ নদের তীরে সবুজ বনায়নে নারকেল, তাল, সজনে গাছ, নানা ধরনের ফুল ও জনসাধারণের বিনোদনের জন্য নীলিমা ইকোপার্ক ও ভ্রমণের জন্য আনা হয়েছে নদীতে দুটি বড় ইঞ্জিন চালিত নৌকা (ভ্রমণ তরী)। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে জনসাধারণ ও ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করে আনন্দ উপভোগ করছেন। পাটকেলঘাটা বাজারের পানি নিষ্কাশনে ড্রেনেজ, বাজারের জনসাধারণের চলাচলের সুবিধার্থে অতিরিক্ত চাল (চাউনি) কর্তন, ভিক্ষুকমুক্ত কাঁচা বাজার, কপোতাক্ষের ধারে বাইপাস সড়ক, চাউল পট্রি, পুরাতন কাপড় হাটায় ইটের সলিং, ইউনিয়ন পরিষদে গ্রিল স্থাপন, ভুমি অফিসের সামনে পাকাকরন, বলফিল্ডের পানি নিষ্কাশন, রাসেল স্মৃতিপাঠাগার স্থাপন, কপোতাক্ষ নদ থেকে স্কেভেটরের মাধ্যমে বালি উত্তোলন করে নিঁচু এলাকা ভরাট কাজ করা হয়েছে। পাটকেলঘাটাকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক পাকাকরণের প্রস্তাব, পাটকেলঘাটায় সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা ও খেয়াঘাটা রোড পাকাকরণের সুপারিশ গ্রহণসহ নানাবিধ পরিকল্পনার কাজ চলছে। পাটকেলঘাটায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ও নির্বিঘেœ ব্যবসা বাণিজ্য করাতে ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। পাটকেলঘাটার কপোতাক্ষ নদের ধারে কাঁচাবাজার স্থাপন ও বাইপাস সড়ক নির্মাণের কারণে বাজারে যানজট আগের চাইতে অনেকটা কমে গেছে। পাটকেলঘাটাকে মাদকমুক্ত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডও গ্রহণ করা হয়েছে। চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, উন্নয়নমুলক কর্মকাণ্ডে ইর্ষাণি¦ত হয়ে একটি মহল নানা ধরনের কুৎসা রটনা করছেন। তিনি বলেন, এতে উন্নয়ন কাজ থামানো যাবে না।