মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে শান্তির প্রতীক ও মঙ্গলের প্রতীক দেবী দুর্গার আগমনে বিভিন্ন পূজা মন্ডপে উৎসব ও উদ্দীপনার শেষ নেই। ঢাক, ঢোল, কাসর ঘন্টা, শাঁখ ও উলুধ্বনিতে মন্ডপগুলো নতুন সাজে সেজেছে। শনিবার সকালে পৌরসভায় ডেকে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎস উৎসব উপলক্ষে অসহায় দরিদ্র হিন্দু পরিবারের পাশে দাড়ালেন সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর। তার ব্যক্তিগত উদ্যোগে ৯ নং ওয়ার্ডের ৬০টি অসহায় দরিদ্র হিন্দু পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ময়দা, সুজি, চিনি, তেল ও ডাউল। অন্যান্য পরিবারের মত এই অসহায় দরিদ্র মানুষগুলো দুর্গোৎসব পালন করতে পারে সে লক্ষ্যে কাউন্সিলর শেখ শফিক উদ-দৌল্লা সাগর ব্যক্তিগত নিজ অর্থ দিয়ে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন। এ সময় কাউন্সিলর সাগর বলেন, আমি পৌরবাসীর ভালবাসায় সিক্ত। আমার আর কিছুই চাওয়ার নেই। আমি সকল মানুষের দোয়া ও আশির্বাদ নিয়ে পৌরবাসীর সেবা করে যেতে চাই। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির সভাপতি সম্ভু কুমার দে, সাধারণ সম্পাদক সমীর কুমার বসু, সাংগঠনিক সম্পাদক সুবল কুমার বিশ্বাস ও আরিফুর রহমান প্রমুখ।