মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রতিকী আদালত তৈরী করে দেশটির রাষ্ট প্রধান অং সান সু চির ফাঁসি দেয়া হয়েছে। এসময় রায় কার্যকর করে পাথর নিক্ষেপসহ কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধরা। শুক্রবার দুপুরে ঢাকা-রায়পুর মহাসড়কের জকসিন বাজারে এ কর্মসূচি পালন করে স্থানীয়রা।
প্রতিকী আদালতের বিচারক ছিলেন মো. অহিদুজ্জামান বাবলু। সহকারি বিচারক ছিলেন শেখ হারুন এবং আব্দুল আজিম শাকিল। এ আদালতের মামলার বাদী ছিল স্থানীয় বাঙ্গাখা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহজান ভূঁইয়া।
আয়োজকরা জানান, আন্তর্জাতিক আদালতে অং সান সু চির বিচারের দাবি ও বাংলাদেশের সরকারের হস্তক্ষেপ কামনা ও মিয়ানমারে গণহত্যার প্রতিবাদসহ লক্ষ্মীপুরবাসীকে ঐক্যবদ্ধ হয়ে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে এমন ব্যাতিক্রমী আয়োজন করা হয়।