ডেস্ক রিপোর্ট: ইনজুরি থেকে ফিরে রিয়াল মাদ্রিদের জার্সিতে হতাশাজনক শুরুর পর বিশ্বকাপ বাছাইপর্বে দারুণভাবে ফিরে আসলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সিআর সেভেনের ৪ গোলের সুবাদে অ্যান্ডোরার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে অন্য গোল দুটি করেন জোয়াও কানসেলো ও আন্দ্রে সিলভা। আগের ম্যাচেই রোনালদোকে ছাড়া সুইজারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল পর্তুগাল। তাই অ্যান্ডোরার বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে তারা। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা পর্তুগালের আক্রমণভাগ অবশ্য একাধিক সুযোগ নষ্ট না করলে ব্যবধান হতে পারতো আরও বড়। প্রথমেই কর্নার থেকে উড়ে আসা বল গোলমুখে জটলার মধ্যে পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন রোনালদো। এরপর ৪, ৪৭ ও ৬৮ মিনিটে তিন গোল করেন রিয়াল তারকা। মাঝে ৪৪ মিনিটে ও শেষ ৮৬ মিনিটে আরো দুটি গোল পায় পর্তুগাল। এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে পর্তুগাল। একই রাতে বুলগেরিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম জয় তুলে নিয়েছে ফ্রান্স। কেভিন গামেইরো ও অঁতোয়ান গ্রিজমানদের নৈপুণ্যে ৪-১ গোলের বড় জয় পেয়েছে ফরাসিরা।