বিনোদন

ভারতীয় কলাকুশলী ছাড়াই ‘বেপরোয়া’

By Daily Satkhira

September 09, 2017

শুটিং শুরুর আগে নাম নিয়ে জটিলতা শুরু হয় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমা ‘বেপরোয়া’র। তবে এ জটিলতা কাটিয়ে না উঠতেই এবার ওপার বাংলার কলাকুশলীদের নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

গত ২৭ আগস্ট রাজধানী সোনারগাঁও হোটেলে বেপরোয়া’র মহরত হওয়ার পর বৃহস্পতিবার বিএফডিসিতে ছবিটির শুটিং শুরু হয়। কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত এ সিনেমার শুটিংয়ে এদিন ওপার বাংলার আরও বেশ কয়েকজন কলাকুশলী অংশ নেন। এতেই নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ওপার বাংলার কলাকুলশীদের কাজের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি না থাকায় স্পেশাল ব্রাঞ্চ থেকে শুটিং না করার জন্য জাজ মাল্টিমিডিয়াকে অনুরোধ করা হয়। এছাড়া বৃহস্পতিবার সাদা পোশাকে বেশ কয়েকজন পুলিশ সদস্য বিএফডিসিতে শুটিং সেটের আশে-পাশে অবস্থান করছিল। এমন পরিস্থিতিতে ওপার বাংলার কলাকুশলীদের বাদ রেখে সিনেমার শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় জাজ মাল্টিমিডিয়া।

‘বেপরোয়া’ সিনেমায় ববির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে রোশানকে। এছাড়া আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটকেরসহ অনেকে।