সাতক্ষীরা

সদর ভূমি অফিসে সেবা বৃদ্ধির জন্য ‘মাটির টানে’ গোলঘর উদ্বোধন

By Daily Satkhira

September 09, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহীতাদের সেবা বৃদ্ধির জন্য ‘মাটির টানে’ নামে একটি নব নির্মিত ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র (গোলঘর) উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর ভূমি অফিসে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক পত্মী সেলিনা আফরোজ প্রমুখ। উদ্বোধন পূর্ব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘ভূমি অফিস নিয়ে মানুষের আতঙ্ক দূর করতে হবে। এখানে সরকারি খরচে মানুষ দ্রততম সময়ে সেবা পেতে পারে সে জন্য সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেলার প্রতিটি উপজেলা ভূমি অফিসে গোলঘর স্থাপন, সিসি ক্যামেরা এবং ওয়াইফাই জোনের আওতায় আনা হবে। বর্তমান অর্থবছরে ভূমিকর আদায়ের জন্য সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ চৌধুরীকে ধন্যবাদ জানান তিনি।’ এখন থেকে প্রতিদিন ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা নিতে দেওয়া হবে এই গোল ঘরে। এসময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মো. শাহাবুদ্দিন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা কান্তিলাল সরকার, উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী নজরুল ইসলাম, উপ সহকারী ভূমি কর্মকর্তা আজিজ হাসান, নাজির মাসকুরা খাতুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসফিয়া সিরাত ও একি মিত্র চাকমা।