জাতীয়

মেয়র আনিসুল হকের মৃত্যুর গুজব, পুত্র বলছেন অবস্থা উন্নতির দিকে, গুজবে কান দিবেন না

By Daily Satkhira

September 09, 2017

ডেস্ক রিপোর্ট : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে নিরাময়যোগ্য ব্রেইনের রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এদিকে, তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানামূখী গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে তিনি মারা গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে লন্ডনে অবস্থানরত মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হক আজ শনিবার দুপুরে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, বাবার (আনিসুল হক) শারিরীক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। কোনো ধরণের বিভ্রান্তিকর খবরে কান না দেয়ারও আহ্বান জানিয়েছেন নাভিদুল।

এদিকে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ডেইজি সারোয়ার বলেন, আমাকেও ফেসবুকে অনেকেই গুজবের কথা বলেছেন। তবে লন্ডনে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, মেয়র আনিসুল হক এখন আগের চেয়ে একটু ভালো আছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।