আশাশুনি

আশশুনির বেড়িবাঁধটি ৩ দিনেও সংস্কার হয়নি, ৫ গ্রামের মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত

By Daily Satkhira

September 10, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার আশাশুনির উপজেলার প্রতাপনগরের খোলপেটুয়া নদীর হরিষখালী নামক স্থানে পাউবো’র ৭/২ নং পোল্ডারে ভাঙন কবলিত বেড়িবাঁধটি গত তিন দিনেও সংস্কার করা সম্ভব হয়নি। তবে, সহস্্রাধিক এলাকাবসি বাঁধটি সংস্কারের জন্য প্রানপণ চেষ্ট চালিয়ে যাচ্ছেন। জোয়ারের প্রবল চাপে তা বার বার ভেঙ্গে যাচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে বেড়ি বাঁধটি ভেঙ্গে যায়। বেড়ি বাঁধটি ভেঙ্গে ইতিমধ্যে প্রতাপনগর ইউনিয়নের ৫ টি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি। পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। স্থানীয় ইউপি মেম্বর রফিকুল ইসলাম বুলি জানান, গত তিন দিনে এলাকাবাসি সেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধটি রক্ষার জন্য প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কোন রকম সংস্কার করা গেলেও খোলপেটুয়া নদীর প্রবল জোয়াররে চাপে বাঁধটি আবারও ভেঙ্গে যাচ্ছে। ইতিমধ্যে ওই ইউনিয়নের প্রতাপনগর, হরিষখালি, মান্দারবাড়িয়া, তালতলা ও বন্যাতলানমাক ৫ টি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। তিনি আরও জানান, এলাকাবাসি রোববার সকাল থেকেআবারও বাঁধটি সংস্কারের চেষ্টা চালাচ্ছেন। বাঁধটি সংস্কার করা না গেলে রাতের মধ্যে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হবে বলে তিনি আরো জানান। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, গত তিনদিনে পাঁচটি গ্রামের হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার। ইতিমধ্যে কাঁচা ঘরবাড়ি ভাঙতে শুরু করেছে। এ ব্যাপারে সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, ভাঙন কবলিত বেড়িবাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।