আশাশুনি

বুধহাটায় ক্লিনিকে ভাংচুর ও ময়লা ফেলার অভিযোগ!

By Daily Satkhira

September 11, 2017

বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটার জনসেবা ক্লিনিকে গ্লাস ভাংচুর ও অফিসে দুর্গন্ধ ময়লা ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, গত কয়েক বছর থেকে শাহিনুর ইসলাম বুধহাটায় রমরমা ক্লিনিক ব্যবসা চালিয়ে আসছিলেন। বর্তমানে তিনি বাজারের পার্শ্ববর্তী এলাকায় জমি ক্রয় করে নিজেস্ব বিল্ডিং নির্মাণ করে ক্লিনিক ব্যবসা পরিচালনা করছেন। কিন্তু বর্জ্য ও পানি নিষ্কাশনের জন্য বিন্দু পরিমাণ জায়গা অবশিষ্ট না রেখে বিল্ডিং তৈরি করায় ক্লিনিকের বর্জ্য ও পানি পাশ্ববর্তী প্রতিবেশিদের জন্য দুরাবস্থার কারণ হয়ে দাড়িয়ে ছিল। বিষয়টি শাহিনকে বারবার জানালেও কোন সমাধান না করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন প্রতিবেশিরা। এদিকে, বিল্ডিং এর মালিক শাহিনের অভিযোগ, রবিবার সন্ধ্যায় তিনি যখন ক্লিনিকে ছিলেন না, তখন পাশ্ববর্তী পরিমল দাশের স্ত্রী শ্যামলী ও পুত্র বাবু দুর্গন্ধময় ময়লা স্তুপ বালতিতে ভর্তি করে ক্লিনিকের মধ্যে নিয়ে মেঝে ও অফিস কক্ষের মধ্যে ঢেলে দেয়। ফলে রোগিসহ ক্লিনিক কর্তৃপক্ষ চরম বিপাকে পড়েছে। তিনি আরও বলেন, দু’দিন আগে মৃত নির্মল দাশের পুত্র পিন্টু দাশ ক্লিনিকে দোতলায় থাকা ডাঃ শাহিনের স্ত্রীকে লক্ষ্য করে ঢিল/খোয়া ছুড়লে জানালার গ্লাস ভেঙ্গে যায়। বিষয়টি তিনি ইউনিয়ন পরিষদে অভিযোগ দিলে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন।