খেলা

শ্রীলংকার বিপক্ষে জোর করে টস জিতে ভারত!

By Daily Satkhira

September 11, 2017

সম্প্রতি শ্রীলংকার বিপক্ষে শেষ হওয়া টি২০ সিরিজের একমাত্র ম্যাচে ভারতের টস জয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ তোলপাড় হয়েছে। অভিযোগ উঠেছে, ওই টসে ভারতকে জোর করে জয়ী ঘোষণা করা হয়েছে।

সেই টসের ভিডিও ক্লিপিং নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করে খেলার সম্প্রচারকারী সংস্থা। এরপরেই বিতর্ক ছড়ায় অনলাইন আর অফলাইনে। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অবশ্য শনিবার এক টুইটবার্তায় নিজেদের মতামত জানায় শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

বলা হয়, ম্যাচ রেফারি ‘হেড’ বলেছিলেন বলেই মেনে নিয়েছে শ্রীলংকার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তবে শ্রীলংকা ক্রিকেট বোর্ড মেনে নিলেও এখনও প্রশ্ন রয়ে যাচ্ছে- ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সিদ্ধান্ত নিয়ে।

পাইক্রফটের আওয়াজ থেকে এখনও পরিষ্কার নয় আদৌ তিনি ‘হেড’ বলেছেন কিনা! তার শারীরিক ভাষা দেখে বারবার মনে হচ্ছিল টসে ভারতকে জয়ী ঘোষণা করায় তিনি হতবাক। এই পরিস্থিতিতে আসলে কে টস জিতেছিল তার সত্যতা হয়তো আর কখনই জানা সম্ভব হবে না।