জাতীয়

ভারী বর্ষণে পানির নিচে ঢাকা

By Daily Satkhira

September 11, 2017

সকাল থেকে রাজধানীতে শুরু হয়েছে ভারী বর্ষণ। ভোর ছয়টা থেকেই আকাশে কালো মেঘ জমে। এরপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। প্রায় আড়াই ঘন্টার টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে যানজট। যানজটে অফিসগামী মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের গন্তব্যে যেতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকায় সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীর কোনো কোনো সড়কে হাঁটু পানি জমে গেছে।

আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।