দেবহাটা

দেবহাটায় আইন শৃংঙ্খলা, চোরাচালান, মানব পাচার প্রতিরোধ ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By Daily Satkhira

September 11, 2017

কেএম রেজাউল করিম : দেবহাটা উপজেলা আইন শৃংঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস-নাশকতা, মানব পাচার প্রতিরোধ, যৌতুক, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উক্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল আসাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ও তদন্ত ওসি শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, কৃষি কর্মকর্তা জসিমউদ্দীম, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, এলজিইডি কর্মকর্তা আলহাজ্ব হামিদ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, সমাজসেবা কর্মকর্তা অধির কুমার গাঈন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং কমিটির সকল সদস্যবৃন্দ। এসময় চলমান দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। একই সাথে উপজেলার সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।