জাতীয়

রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে-ওবায়দুল কাদের

By Daily Satkhira

September 11, 2017

মিয়ানমার থেকে বাংলাদেশে আসা প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও নিরাপত্তাসহ সকল প্রকার সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং এ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের সহযোগিতা করছি। তারা স্থায়ীভাবে না যাওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে সব ধরণের সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশে আসা রোহিঙ্গারা এখন অসহায়। মানবিক কারণে তাদের সহযোগিতা করবে সরকার। সরকারের ভুমিকা আন্তর্জাতিক মহলের কাছেও প্রশংসিত হয়েছে।কিন্তু আমরা প্রশংসার জন্য করছি না।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের এক মুখপাত্র বলেছেন, ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত অন্তত ২ লাখ ৯০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। একদিনেই এসেছে ২০ হাজার। রোহিঙ্গাদের খাদ্য ও ত্রাণ সহায়তার ব্যবস্থা করতে এ মুহূর্তেই অন্তত ৭ কোটি ৭০ লাখ ডলার (৬৩০ কোটি টাকা) দরকার বলে জানিয়েছে সংস্থাটি।