জাতীয়

‘রোহিঙ্গাদের রক্তে ভেজা চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না’

By Daily Satkhira

September 11, 2017

মিয়ানমার থেকে চাল আমদানি না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘রোহিঙ্গাদের রক্তে ভেজা চাল বাংলাদেশের মানুষ খেতে চায় না।’

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচিতে তিনি এ কথা বলেন। দূতাবাস ঘেরাওয়ে পুলিশ বাধা দিলে গুলশান-২ এর গোলচত্বরে অবস্থান নেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। পরে ইমরান এইচ সরকারের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার দূতাবাসে গিয়ে রোহিঙ্গা নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেয়।

সম্প্রতি মিয়ানমার থেকে চাল আমদানির জন্য চুক্তি করে সরকার। রোহিঙ্গা নির্যাতন ও এ কারণে বাংলাদেশ অভিমুখে তাদের ঢল নামার মধ্যেই খাদ্যমন্ত্রী দেশটিতে গিয়ে এই চাল কেনার চুক্তি করেন। এর তীব্র বিরোধীতা করে ইমরান এইচ সরকার বলেন, ‘জনগণ এই চাল আমদানিতে বাধা দেবে। আমরা চাই, এর আগে সরকারই চাল আমদানি বন্ধ করুক।’ মিয়ানমার থেকে চাল আমদানির চুক্তি প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্দেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ‘আপনাদের টাকায় অস্ত্র, গোলাবারুদ কিনে মিয়ানমার সরকার সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে। তাই আমি আহ্বান জানাই, সারা দেশে মিয়ানমারের সব পণ্য বর্জন করুন। মিয়ানমারকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে তাদের গণহত্যার প্রতিবাদ জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে মিয়ানমারকে প্রত্যাখ্যান, প্রতিহত ও প্রতিরোধের আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন, পৃথিবীর বিভিন্ন দেশে মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের মাধ্যমে তাদের প্রত্যাখ্যান করা হচ্ছে।’

ইমরান এইচ সরকার বলেন, ‘বাংলাদেশ সরকার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা বলব, একই সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।’