জাতীয়

‘স্বজন হারানোর বেদনা আমরা জানি’ উখিয়ায় রোহিঙ্গা শিবিরে প্রধানমন্ত্রী

By Daily Satkhira

September 12, 2017

মিয়ানমার সেনাবাহিনীর ও রাখাইন সম্প্রদায়ের নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালংয়ে নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে জনসভায় তিনি এ কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা তাদের আশ্রয় দিয়েছি। কারণ স্বজন হারানোর বেদনা আমরা জানি। আমরাও এক সময় হারিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিলাম। এখন যারা স্বজন হারিয়েছে তাদের ব্যাপারে যতটুকু করা দরকার আমরা করছি। স্থানীয় জনপ্রতিনিধি সহ সবাই চেষ্টা করছে তাদের সহযোগিতা করছে। যতদিন তাদের ফেরত নেওয়া না হয় আমরা সহযোগিতা করে যাব।

তিনি আরও বলেন, আমাদের যা করার আমরা করছি, সাথে সাথে আন্তর্জাতিক সম্প্রদায়কে বলবো তারা যেন মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করে তারা যেন তাদের নাগরিকদের মিয়ানমারে ফেরত নিয়ে যায়।

প্রধানমন্ত্রী বলেন, ‘মিয়ানমারে যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে তাতে কি তাদের বিবেককে নাড়া দেয় না? একজনের ভুলে এভাবে লাখ লাখ মানুষ ঘরহারা হচ্ছে। । তাদের মা-বোনেরা যেভাবে নির্যাতিত হচ্ছে, লাখ-লাখ মানুষ আজকে কষ্ট পাচ্ছে, তারা আজ ঘরবাড়ি হারা, আমরা শান্তি চাই। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা ১৬ কোটি মানুষের দেশ। সবার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারছি। সেখানে আরও ২ থেকে ৭ লাখ মানুষকেও খেতে দিতে পারবো। তাদের আশ্রয়ের জন্য এখানে এসেছে তাদের যেন কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।