শিক্ষা

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের দাবি দ্রুত বাস্তবায়নে সাতক্ষীরায় মানববন্ধন

By Daily Satkhira

September 12, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক/শিক্ষিকাদের ৭দফা দাবী দ্রুত বাস্তবায়নের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি (বাসমাশিস) সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ইউনিট। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে বাসমাশিস সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ইউনিটের সভাপতি শফিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. হাবিবুল্লাহ, রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সামীমা ইসমত আরা, সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক মোস্তফা মনিরুজ্জামান, সোহেলী সুলতানা, রীনা রাণী নন্দী, খোরশেদ আলম, মমতাজ হোসেন, সুলতানা পারভীন, দিপংকর সরকার, আসাদুজ্জামান, মামুনার রশীদ, ফাতেমা নাসরিন, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। বক্তারা বলেন, ১৯৯৭, ১৯৯৯, ২০০১ ও ২০০২ ব্যাচের সহকারী শিক্ষক/শিক্ষিকাদের ৭ম গ্রেডে বকেয়া ২য় টাইম স্কেল, ২০০৫ ও ২০০৬ ব্যাচের সহকারী শিক্ষক/শিক্ষিকাদের ৮ম গ্রেডে বকেয়া ১ম টাইম স্কেল এবং ২০০৯, ২০১০ ও ২০১১ ব্যাচের সহকারী শিক্ষক শিক্ষিকাদের ৯ম গ্রেডে বকেয়া সিলেকশন গ্রেড প্রদান করতে হবে। সহকারী প্রধান শিক্ষক/শিক্ষিকা ও সহকারী জেলা শিক্ষা অফিসারের প্রায় ৫২০ টি শূন্য পদে পদোন্নতির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক/শিক্ষিকাদের সিনিয়র শিক্ষক পদবীতে (প্রথম শ্রেণির গেজেটড পদমর্যাদায়) পদন্নোতির ব্যবস্থা করতে হবে। সহকারী শিক্ষক/শিক্ষিকাদের প্রায় ২৫০০টি শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিসিএস নিয়োগ বিধিমালা, ১৯৮১ (স্কুল এন্ড ইন্সপেকশন ব্রাঞ্চ) সহ অন্যান্য বিধি সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে হবে। সহকারী শিক্ষক/শিক্ষিকা হতে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সিনিয়র শিক্ষক হতে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়নের উদ্যোগ গ্রহণ করতে হবে। সেসিপ প্রকল্পসহ মাধ্যমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য প্রকল্পে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পদায়ন করতে হবে। এসময় বাংলাদেশ সরকারি শিক্ষক সমিতি (বাসমাশিস) সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।