আন্তর্জাতিক

রোহিঙ্গা ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসঘ নিরাপত্তা পরিষদ

By Daily Satkhira

September 12, 2017

মিয়ানমারের রাখাইনে সহিংসতা ও রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে বুধবার (১৩ সেপ্টেম্বর) বৈঠকে বসবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। পরিস্থিতি দিন দিনই অবনতির দিকে যাওয়ায় জরুরি বৈঠকের ঘোষণা দেন নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট। এদিকে, রোহিঙ্গাদের ওপর নিপীড়নের বিষয়ে আবারও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি জানান, রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেনা নিপীড়ন পরিস্থিতিকে ভয়াবহ করে তুলেছে। তবে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে, রাখাইনে এখনও জ্বলছে একের পর এক গ্রাম। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এপি জানায়, সোমবারও মিয়ানমারের সেনারা আগুন দিয়েছে রাখাইনের ‘পা দিন’ গ্রামে। বলা হচ্ছে গুলি করে হত্যা করা হয় অনেককে। এদিকে, রোহিঙ্গা নিপীড়ন ইস্যুতে বিক্ষোভ অব্যাহত আছে বিভিন্ন দেশে। বিক্ষোভ হয়েছে ভারত ও ইসরায়েলেও।