জাতীয়

দরবার শরিফের টাকা লুট, র‍্যাব সদস্যদের বিচার শুরু

By Daily Satkhira

September 12, 2017

চট্টগ্রামের আনোয়ারার তালসরা দরবার শরিফ থেকে কোটি টাকা লুটের অভিযোগে করা ডাকাতির মামলায় র‍্যাবের চার সদস্যসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নূরে আলম শুনানি শেষে বিচার শুরুর আদেশ দেন।

মামলার আসামিরা হলেন র‍্যাব-৭ এর সাবেক অধিনায়ক (বরখাস্ত) লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার আলী মজুমদার, তৎকালীন সদস্য ফ্লাইট লেফটেন্যান্ট (বাধ্যতামূলক ছুটিতে) শেখ মাহমুদুল হাসান, র‍্যাবের সাবেক উপসহকারী পরিচালক (ডিএডি) আবুল বাশার ও উপপরিদর্শক (এসআই) তরুণ কুমার বসু এবং র‍্যাবের সোর্স দিদারুল আলম, আনোয়ার মিয়া ও মানব বড়ুয়া। আইনজীবী মো. মামুন জানান, এ মামলায় র‍্যাব সদস্যসহ ১২ আসামির মধ্যে সাতজনকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়েছে।

২০১১ সালের ৪ নভেম্বর আনোয়ারার তালসরা দরবার শরিফে র‍্যাবের অভিযানের কথা বলে র‍্যাব ৭-এর অধিনায়ক জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে একটি দল দরবারের লকার ভেঙে দুই কোটি সাত হাজার টাকা লুট করে। এ ঘটনায় দরবারের পীরের গাড়িচালক মো. ইদ্রিস বাদী হয়ে মামলা করেন।