এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে জাতীয় স্কুল-মাদ্রাসা ফুটবল প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যকার নির্দ্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। পরবর্তীতে টাইব্রেকারে বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলের ব্যবধানে নলতা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলাটি পরিচালনা করেন সুকুমার দাশ বাচ্চু এবং সহকারী পরিচালক ছিলেন সৈয়দ মোমিনূর রহমান ও পলাশ সেন। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দীন হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের কমান্ডার আলহাজ্জ্ব শেখ ওয়াহেদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম কামরুজ্জামান জাহাঙ্গীর, কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলী প্রমুখ।