প্রেস বিজ্ঞপ্তি : গত ২৮ সেপ্টেম্বর তারিখে সাতক্ষীরা জেলা থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সংবাদে ভোমরা কাস্টমস সি এন্ড এফ এজেন্ট্স এসোসিয়েশনের সাবেক আহবায়ক নাসিম ফারুক খান (মিঠু) সম্পর্কে একটি সংবাদ প্রকাশিত হয়েছে তাহা ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্ট্স এসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর কয়েকজন সম্মানিত পরিচালক ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্ট্স এসোসিয়েশনের সাবেক আহবায়ক নাসিম ফারুক খান (মিঠু)’র নিকট ভোমরা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্ট্স এসোসিয়েশনের অর্থ ধার ও তা পরিশোধ না করা এবং ফরমালিন মেশিন ক্রয় সম্বন্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উল্লেখ্য, ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্ট্স এসোসিয়েশন সম্পূর্ণ সরকারি রেজিস্ট্রেশনভূক্ত একটি স্বাধীন সংগঠন। কিন্তু দুঃখের বিষয় জানাচ্ছি যে, সাবেক আহবায়ক সম্পর্কে যে চিঠি প্রদর্শন করা হয়েছে তা সম্পূর্ণ সংগঠনের পরিপন্থী কার্যক্রম। এহেন কার্যক্রমের জন্য ভোমরা কাস্টমস্ সি এন্ড এফ এজেন্ট্স এসোসিয়েশনের সম্মানিত সভাপতি কাজী নওশাদ দিলওয়ার (রাজু) ও সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান নাসিমসহ সকল কর্মকর্তাবৃন্দ তা সবিনয়ে প্রত্যাখ্যান করিয়াছেন।