আশাশুনি

আশাশুনিতে চলছে ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট বাণিজ্য

By Daily Satkhira

September 13, 2017

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স এ্যাসেসমেন্ট ও ডিজিটাল হোল্ডিং নাম্বার প্লেট স্থাপনের নামে লক্ষ্য লক্ষ্য টাকা বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিকার প্রার্থনা করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করা হয়েছে। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৬/০১/২০১২ খ্রিঃ কার্যাদেশ পত্রের আলোকে উপজেলার সকল ইউনিয়নে প্রতিটি বাড়ির আর্থ সামাজিক অবস্থান জরিপ নিজস্ব ওয়েব সাইটে অন্তর্ভূক্ত করতে হোর্ল্ডি ট্যাক্স এসেসমেন্ট কার্যক্রম পরিচালনা করা হয়। তখন প্রত্যেক বাড়িতে একটি করে টিনের হোর্ল্ডিং নম্বর লিখিত নাম্বার প্লেট প্রদান করা হয়। এরজন্য খরচও নেওয়া হয়। যার কোর কার্যকারিতা মানুষের অজানা রয়েগেছে। বর্তমান স্মারক নং ৭৩/১৭, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের স্মারক নং ০৫.৪৪.৮৭.০৪.০০১.০৭.০১৩.১৬.৭১২ তাং ০১/০৬/১৭ মোতাবেক গ্রীনল্যান্ড বাংলাদেশ প্রকল্প পূর্বের হোল্ডিং প্লেট এর পরিবর্তে ট্যাক্স আদায়ের পাশাপাশি হোল্ডিং এ্যাসেসমেন্ট ও নাম্বার প্লেট স্থাপনের টাকা আদায় করছে। নাম্বার প্লেটের মূল্য ও কার্যনির্বাহী ফি বাবদ প্রত্যেক হোল্ডিং মালিকের নিকট থেকে ১১০ টাকা (ভিআইপি প্লেটের মূল্য বাবদ ২১০ টাকা) করে আদায় করছে। এতে প্রতিষ্ঠানটি কোটি কোটি টাকা আদায় করছে। এব্যাপারে প্রতিকার প্রার্থনা করে খরিয়াটি গ্রামের আশেক গাজীর পুত্র আওছাফুর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবর আদেবন করেছেন।