আশাশুনি

বুধহাটায় ক্লিনিক মালিকের বিরুদ্ধে মানববন্ধন

By Daily Satkhira

September 13, 2017

বুধহাটা প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা মন্দির সড়কে পয়ঃ নিষ্কাশন পথ বন্দের কারনে জলমগ্ন ৫০ থেকে ৬০ পরিবারের সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার বিকাল ৩টায় প্রতিবাদ মুখর মানববন্ধন চলাকালে ভুক্তভোগীরা তাদের দাবির কথা উল্লেখ করে বক্তব্য পেশ করেন। বুধহাটা বাজারের দক্ষিণ পাশে সূবর্ণ বণিক পাড়ার মানুষের বসবাস। সুদীর্ঘ কাল তাদের এলাকার পয়ঃনিষ্কাশন হয়ে এসেছে মেইন সড়কের পূর্ব পাশ দিয়ে ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে দিয়ে কালভার্ট দিয়ে। এই সড়কের পাশে ভবন/স্থাপনা নির্মানের সময় অপরিকল্পিত ভাবে কাজ করা হয়েছে। সম্প্রতি জনসেবা ক্লিনিক মালিক ডাঃ শাহিন আলম বিশাল অট্টালিকা নির্মাণ করে হাসপাতাল চালু করেছেন। নির্মাণ কাজের সময় অনেক বাধা বিপত্তি এসেছে। পাশের জমি অবৈধ দখল, নির্মাণ সামগ্রী ছাদ থেকে ফেলে গৃহের ক্ষতি সাধন করা এবং এলাকার পয়ঃ নিষ্কাশন পথ বন্ধ করা ও হাসপাতালে বর্জ্য-দুর্গন্ধযুক্ত পানি এলাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগও করা হয়েছে। গতকাল সকালে মুষুলধারা বৃষ্টিপাতে এলাকার ৫০/৬০টি পরিবারের ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। উঠান ভর্তি পানি, কারো কারো ঘরের মধ্যে পানি উঠার উপক্রম হয়েছে। অনেকের রান্নাঘর, হাঁস-মুরগির ঘর তলিয়ে গেছে। স্থানীয় দুর্গামন্দির জলমগ্ন হয়ে পড়েছে। পয়ঃনিষ্কাশন না হলে সেখানে পূজা অনুষ্ঠান অসম্ভব হতে পারে। উপরোক্ত অরাজকতার প্রতিকার দাবি করে ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বক্তব্য রাখেন শ্যামলী দাশ, পরিমল দাশ, তপন দাশ, সৌমিত্র দেবনাথ, সঞ্জয় দে, সুশান্ত দত্ত, উর্মিলা বিশ্বাস প্রমুখ। এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা পূজা বর্জনের ঘোষণা দেন। এদিকে থানার দারোগা ফারুক হোসেন গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্লিনিক মালিক ডাঃ শাহিন জানান, তার ভবনের সামনে রাস্তার পাশে ড্রেন করা আছে। সেখান দিয়ে এলাকার পানি যাওয়ায় কোন বাধা নেই। সড়কের পাশ দিয়ে ড্রেন উম্মুক্ত করা হলে পয়ঃনিষ্কাশন সমস্যা থাকবেনা। প্রশাসনের হস্তক্ষেপে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিষ্কণ্ঠক করার জন্য অনুরোধ জানান হয়েছে।