জাতীয়

নাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

By Daily Satkhira

September 13, 2017

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আরও ৬ রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোর ও সকালে টেকনাফের নাফ নদীর নাজির পাড়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মরদেহগুলোর মধ্যে চারটি শিশু ও দুইটি নারীর মরদেহ।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে মিয়ানমারের ওপার থেকে নৌকা যোগে নাফ নদী হয়ে অর্ধ-শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। নৌকাটি নদীর মোহনায় পৌঁছালে একটি ট্রলার রোহিঙ্গা বোঝাই নৌকাটিকে ধাক্কা দেয়। এতে অন্তত ৩০ জন রোহিঙ্গা নারী-পুরুষ নিখোঁজ হয়।

তিনি আরও জানান, নদী সাঁতরে তীরে আসে বেশ কিছু রোহিঙ্গা। অন্যদিকে নাফ নদী দিয়ে ভেসে আসা ছয়টি লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, ২৫ আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার পর থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। স্থল ও জলসীমান্ত পথে হাজার হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।

টেকনাফ সীমান্তের অপরদিকে মিয়ানমার এলাকা থেকে নৌকায় পালিয়ে আসার সময় নাফ নদীতে একাধিক নৌকাডুবির ঘটনাও ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।