মিয়ানমারের সামরিক বাহিনীর হাত থেকে বাঁচতে রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার গেলেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৪০টি দেশের রাষ্ট্রদূত, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা প্রতিনিধি এবং জাতিসংঘের কয়েকটি সংস্থার প্রধানরা।
বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাদের বহনকৃত বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিকেল পৌনে ৫টায় একই বিমানে তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে নিয়ে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প দেখানো হচ্ছে বলে জানা গেছে। এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও থাকছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।