চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত সূচনা করেছে নেইমার, এডিনসন কাভানি আর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আক্রমণভাগ গড়া পিএসজি। মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে সেল্টিককে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে উনাই এমরির শিষ্যরা।
দলের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি, একটি করেছেন গোল করেছেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। বাকি গোলটি আসে আত্মঘাতী থেকে।
সেল্টিকের ঘরের মাঠ সেল্টিক পার্কে এদিন শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির আগে আরও দুই গোল করেন মোনাকে থেকে ধারে আসা তরুণ এমবাপ্পে ও উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি।
এর মধ্যে ম্যাচের ৩৪ মিনিটে নেইমার বাড়ানো বল থেকে কাভানির নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে জালে বল জড়ান এমবাপ্পে। তবে ছয় মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে দলের স্বাগতিকদের ম্যাচে ফেরার আশা শেষ করে দেন কাভানি।
বিরতির পর পিএসজির নামের পাশে আরও দুই গোল যোগ হয়। এর মধ্যে একটি ম্যাচের ৮৩ মিনিটে মিকায়েল লুস্তিগের আত্মঘাতী গোল। এর দুই মিনিট পর লেইভিন কুরজাওয়ার ক্রসে ডাইভ দিয়ে দারুণ হেডে দলের শেষ গোলটি করেন কাভানি।