ঘুষ গ্রহণকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জাকির হোসেনকে আটক করেছে দুদক।
বুধবার সকালে টাঙ্গাইল বার সংলগ্ন ‘মজা হোটেল’ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের বেঞ্চ সহকারী জাকির হোসেনকে আটক করা হয়।
টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমর কুমার ঝা জানান, ‘‘স্থানীয় স্বপন মিয়ার একটি ব্যাংক চেক হারিয়ে গেলে কে বা কারা ওই চেক পেয়ে ২৬ লক্ষ টাকার অংক বসিয়ে চেকটি উত্তোলণ করতে যায়। চেক হারানোর বিষয়টি স্বপন ব্যাংককে অবহিত করলে ব্যাংক থেকে টাকা উত্তোলণ পক্রিয়া বন্ধ হয়ে যায়।
এরপর চেকটি পাওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর মামলা করা হয়। চেক পাওয়ার বিনিময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের পেশকার/বেঞ্চ সহকারী জাকির হোসেন চেকপ্রাপ্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।’’
সেই পরিপ্রেক্ষিতে বুধবার ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় টাঙ্গাইল বার সমিতি সংলগ্ন মজা হোটেল থেকে তাকে দুদকের একটি দল আটক করে।
আটককৃত জাকির হোসেনের নামে টাঙ্গাইল মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।