প্রায় দেড় বছর পর নায়িকা মৌসুমীকে নিয়ে পর্দায় ফিরছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আগামী মাসের ১৩ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত চলচ্চিত্র ‘দুলাভাই জিন্দাবাদ’। ছবিটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। সম্প্রতি ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
ছবিটি সম্পর্কে মনতাজুর রহমান আকবর বলেন, ‘গত সপ্তাহে আমরা ছবির সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। এরপর আমরা ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতির অনুমতি চাই, সমিতি আমাদের অনুমতি দিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী মাসের ১৩ তারিখ ছবিটি মুক্তি দেব।’
ছবিটি ভালো ব্যবসা করবে আশা প্রকাশ করে আকবর বলেন, ‘আমি বিশ্বাস করি এই ছবিটি দেখার জন্য দর্শক হলে আসবে। আসলে দর্শক ছবিতে সুন্দর একটা গল্প দেখতে চায়, যা আমার এই ছবিতে আছে। শিল্পীদের ভালো অভিনয় দেখতে চায়, আমি মনে করি মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম এরা সবাই নিজের অভিনয় যোগ্যতা দিয়ে এরই মধ্যে নিজের একটা অবস্থান তৈরী করেছেন। বিশেষ করে আমরা এই ছবিতে সবাই অসাধারণ ভালো করেছে। যা দর্শক হৃদয়ে গেঁথে থাকবে।’
ছবির প্রযোজক নাদির খান বলেন, ‘আমি দীর্ঘদিন পর চলচ্চিত্র প্রযোজনা করেছি। এর আগেও আমি যত ছবি নির্মাণ করেছি তার সবই গল্প নির্ভর ছবি ছিল। এই ছবিটিও দর্শক সুন্দর একটি গল্প দেখে সিনেমা হল থেকে বের হবেন। এই ছবি থেকে আমি যে লাভ পাব তার অর্ধেক পদ্মা সেতু নির্মাণে দিয়ে দিব।’
রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুনা বিশ্বাস, নাদির খান, শবনম পারভিন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।
গত বছরের এপ্রিল মাসে ডিপজল অভিনীত ও জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’ ছবিটি মুক্তি পেয়েছিল।