কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে সাবিনা খাতুন (৩২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।। নিহতের ভাই আনসার আলী সাংবাদিকদের জানান, বিগত ১৬ বছর পূর্বে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি গ্রামের মোঃ কিতাব আলীর ছেলে সবুর খানের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের লোভী স্বামী সবুর খান তার বোনের উপর অত্যাচার নির্যাতন করত। সংসারের কথা মাথায় রেখে মুখ বুজে তার বোন নির্যাতন সহ্য করে যেত। একে একে তাদের ঘরে তিন কন্যা সন্তানের জন্ম হয়। নাবালিকা কন্যাদের বয়স যথাক্রমে ১২, ৮ ও ৬ বছর। সময় গড়িয়ে গেলেও সাবিনার উপর তার স্বামীর নির্যাতনের মাত্রা কমেনি বরং বেড়েছে। বিভিন্ন সময় যৌতুকের টাকা চাওয়ায় স্বামীর সাথে সাবিনার কলহ লেগে থাকত। সম্প্রতি সাবিনা তার চিকিৎসার জন্য একটি এন জি ও থেকে ১৫হাজার টাকা লোন উত্তোলন করে। চিকিৎসার নাম করে তার স্বামী সেখান থেকে ৯ হাজার টাকা নিয়ে নেয় পরে বাকি ৬ হাজার টাকা জোরপূর্বক সাবিনার কাছ থেকে নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে কলহ বিবাদের সৃষ্টি হয়। নির্যাতন সহ্য না করতে পেরে সন্ধ্যায় পরিবারের সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশিতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।ঘটনা ঘটার পর প্রতিবেশীরা জানতে পেরে থানার পুলিশকে সংবাদ দেয়। কলারোয়া থানার এসআই ইয়াছিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে পৌছে গৃহবধূর লাশ উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে আসেন। কলারোয়া থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ জানান, গৃহবধূ সাবিনার লাশ ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।