সাতক্ষীরা

সাতক্ষীরায় ১৭ সেপ্টেম্বর ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

By Daily Satkhira

September 13, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় শারদীয় দূর্গা পূজা ও ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা, এনএসআই এর সহকারী পরিচালক মো: আনিসুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জী, এড. অনিত মুখার্জী, বিশ^জিৎ সাধু, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম ও গুড়পুকুর মেলা কমিটির চেয়ারম্যান মানিক শিকদার প্রমুখ। আগামী ১৭ সেপ্টেম্বর শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা ২০১৭ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে এবং আগামী ২৬ সেপ্টেম্বর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা শুরু হবে। সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা পূজা ও ঐহিত্যবাহী গুড়পুকুর মেলা উপলক্ষে প্রস্তুতি সভায় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।