কলারোয়া

কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

By Daily Satkhira

September 14, 2017

কলারোয়া ডেস্ক : কলারোয়ায় ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ‘যুব মানস গঠনে ধর্মীয় মূল্যবোধ ও সহিঞ্চুতা’ শীর্ষক স্লোগানে ওই সংলাপ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আগ্রগতি সংস্থার বাস্তবায়নে ও রূপান্তর, খুলনার সহযোগিতায় আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। সংলাপে ইউএনও মনিরা পারভীন বলেন- সহিংসতা, চরমপন্থা, বাল্য বিবাহ, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমের কুফল সম্পর্কে ও সামাজিক বন্ধন দৃঢ়তা করার লক্ষ্যে ইমাম ও পুরোহিতদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মসজিদে সচেতনভাবে খুতবা ও পূজায় যুব সমাজকে বিপদগামীতা থেকে ফিরেয়ে আনার জন্য বয়ান দেয়ার আহবান জানান ইউএনও। অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যুব সমাজের উদ্বুদ্ধ করবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন। উপজেলা মসজিদের ইমাম শেখ কামরুল ইসলাম গ্রুপ ওয়ার্কিং এর মাধ্যমে ‘সহিংসতা ও চরমপন্থা’ সম্পর্কে মতামত নেন ধর্মীয় নেতৃবৃন্দের নিকট থেকে। কলারোয়া ইমাম সমিতির সভাপতি মাওলানা আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রোজেক্ট কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন। বিভিন্ন মসজিদের ইমাম ও মন্ডপের পুরোহিতগণের মধ্যে মোস্তাফিজুর রহমান, ইমাম হোসেন, আবুল কালাম আজাদ, দুলাল চন্দ্র রায় চৌধুরী, শেখ মনিরুজ্জামান, শেখ শাহজাহান আলী শাহীন, পরিতোষ পাল, নিশীত চন্দ্র রায়, উৎপল ঘোষ, আল মামুন, হুমায়ুন কবীরসহ ৪০জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অগ্রগতি সংস্থার উপজেলা অফিসার নুরুল আমিন খাঁন।