ইন্ডিপেনডেন্স কাপ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে সমতায় ফিরলো বিশ্ব একাদশ। ১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পায় সফরকারীরা।
শুরুতেই আক্রমনাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকেন ওপেনার তামিম ইকবাল ও হাশিম হামলা। ৪৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। তবে সোহেল খানের বলে ২৩ রান করে বিদায় নেন তামিম। শোয়েব মালিকের তালুবন্দী হওয়ার আগে ১৯ বলে একটি ছয় ও দু’টি চার হাঁকান তামিম।
ইমাদ ওয়াসিমের বলে ১২ রান করে বোল্ড হন অস্ট্রেলিয়ান উইকেটকিপার ব্যাটসম্যান টিম পেইন। আর ১৪ বলে ২০ রান করে আউট হন দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মোহাম্মদ নওয়াজের বলে সাদাব খানের হাতে ধরা পড়েন তিনি। শেষ পর্যন্ত ৫৫ বলে ৭২ রান করে আমলা আর ১৯ বলে ৪৭ রান করা লঙ্কান অলরাউন্ডার তিসারা পেরারা অপরাজিত থেকে দলকে জয়ের স্বাদ দেন। পাকিস্তান দলের ইমাদ, নওয়াজ ও সোহেল নেন একটি করে উইকেট।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৯ রান সংগ্রহ করে পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান একাদশ: ১৭৪/৬ (২০ ওভার) বিশ্ব একাদশ: ১৭৫/৩ (১৯.৫ ওভার) প্লেয়ার অব দ্য ম্যাচ: তিসারা পেরেরা