কালিগঞ্জ

বিষ্ণুপুরে মোবাইল-ইন্টারনেটে শিশু যৌন নির্যাতন বন্ধে র‌্যালি

By Daily Satkhira

September 14, 2017

ভ্রাম্যমাণ প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই রোস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ও প্রধান শিক্ষকের সহযোগিতায় বুধবার সকাল সাড়ে ১১ টায় মোবাইল ইন্টারনেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশু যৌন নির্যাতন বন্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পারুলগাছা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান শিক্ষক মেহেদী হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ইউনুচ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি আব্দুর রাশেদ ঢালী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের সি.এল.ও মিজানুর রহমান ও লতিকা রানী ঘোষ। শিক্ষার্থীগণ অগ্রগতি সংস্থার ইন্টানেটের অপব্যবহার ও ট্যুরিজমের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ প্রকল্পের কিশোর কিশোরী হিসেবে প্রশিক্ষণ পাওয়ার ফলে এ উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।