আসাদুজ্জামান : সাতক্ষীরার এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ডিগ্রী সেকশনের ২২ শিক্ষক কর্মচারীর জীবণ বিনষ্টকারী কুখ্যাত শিক্ষা দস্যু অধ্যক্ষ আক্তারুজ্জামানের শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা-খুলনা মহা সড়কের বিনেরপোতা নামক স্থানে কলেজটির প্রধান ফটকের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়। কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দের আয়োজনে ও প্রভাষক এম, সুশান্ত মন্ডলের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রভাষক আব্দুল কাদের, মীর আবু সুফিয়ান, নির্মল বৈরাগী,জাহাঙ্গীর আলম, আব্দুল আহাদ, মনিকা দাশ, নাজমূল নাহার, অফিস সহকারী রুহুল আমিন প্রমূখ। বক্তারা বলেন, অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের ডিগ্রি সেকশনে ২২জন শিক্ষক কর্মচারী দীর্ঘ ১৫-১৬ বছর যাবত চাকরি কওে আসছেন। কিন্তু দীর্ঘ দিনেও তাদের ডিগ্রি সেকশনটি স্বীকৃতি পায়নি। এরই মধ্যে হঠাৎ করেই কলেজেটির অধ্যক্ষ আক্তারুজ্জামান ডিগ্রি সেকশনের খাতা-পত্র সবই গায়েব করে দেন। কলেজের কোথাও ২২জন শিক্ষক-কর্মচারীর নাম পর্যন্ত নাই। এ বিষয়ে কলেজটির উক্ত ২২ শিক্ষক-কর্মচারী অধ্যক্ষ আক্তারুজ্জামানের কাছে জিজ্ঞাসাবাদ করলে তিনি এর কোন সদুত্তর দিতে পারেননি। অপরন্ত কুখ্যাত এই শিক্ষা দস্যু আক্তারুজ্জামান উক্ত ২২ শিক্ষক-কর্মচারীকে মিথ্যা মামলার ফাঁসানোর চেষ্টা করেন। বক্তারা এ সময় কুখ্যাত এই শিক্ষা দস্যু আক্তারুজ্জামানের শাস্তি ও গ্রেপ্তারের জোর দাবী জানান।