আন্তর্জাতিক

ভারতে যমুনায় নৌকাডুবিতে নিহত ২২, নিখোঁজ ২৭

By Daily Satkhira

September 14, 2017

ভারতের উত্তর প্রদেশে যমুনা নদীতে নৌকা ডুবে ২২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ২৭ জন। বৃহস্পতিবার সকালে নৌকাটি উত্তর প্রদেশের বাঘপথ থেকে হরিয়ানা যাওয়ার পথে ডুবে যায়।

বাঘপথ জেলা প্রশাসক ভবানি সিং জানিয়েছেন, নৌকাটিতে ৬০ জন যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী তোলায় মাঝ নদীতে স্রোতের টানে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনায় ২২ জন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নৌকাডুবির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি টুইট করে মারা যাওয়া যাত্রীদের পরিবার প্রতি দুই লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

উত্তর প্রদেশের মিরাট জোনের পুলিশের এডিজি প্রশান্ত কুমার বলেন, দুর্ঘটনার পর পরই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। ১১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ এখনো যায়নি।

দ্রুত উদ্ধারকাজ না করার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মীয়স্বজন ও বাঘপথের স্থানীয় লোকজন। এ সময় কয়েকটি গাড়ি ও ঘরবাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।