এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ সীমান্তে নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর উদ্যোগে সীমান্ত অপরাধ নির্মূল ও জঙ্গিবাদ দমনে জনসচেতনতার লক্ষ্যে মতবিনিময় সভা গতকাল বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়। নলতার সেন্ট্রাল সেহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: এনামুল আরিফ সুমন। তিনি সীমান্তে মাদক চোরাচালান, মানব পাচার, আন্ত:সীমান্ত হত্যা বন্ধ করতে এবং জঙ্গিবাদ ও মাদকমুক্ত দেশ গড়তে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর্জা সালাহ্ উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল কুমার সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল্যাহ আল মামুন, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়াদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব পারভীন প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, নলতা ইউপি’র ১নং ওয়ার্ড মেম্বর হাবিবুর রহমান, খানজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাজান আলী প্রমুখ। দেবহাটার নওয়াপাড়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্চু, নলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।