নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির উপর হামলা ঘটনায় দীর্ঘ ৫বছর মামলার পর চার্জ গঠন করেছে বিজ্ঞ আদালত। ১৩ অক্টোবর ’১৭ বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাদত এ মামলাটির চার্জ গঠন করে আগামী দিন সাক্ষীদের তলবের নির্দেশ দেন। উক্ত মামলাটির রাষ্ট্রীয় পক্ষে পরিচালনা করেন জজ কোর্টের অতিরিক্ত পিপি মিজানুর রহমান। উল্লেখ্য, ২০১২ সালের ২৮ এপ্রিল রাতে শহরের কদমতলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জুয়েল হাসানকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় হাসানুজ্জামান শাওন এর নেতৃত্বে একদল সন্ত্রাসী। এসময় তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃতভেবে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় জুয়েলের হাসানের বোন নাজমুন নাহার বাদি হয়ে কাশেম গ্রামের আব্দুল হান্নানের ছেলে হাসানুজ্জামান শাওন, লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে পলাশ, পলাশপোল এলাকার সংকর কুমার রায়ের ছেলে মিলন রায়, রসুলপুর এলাকার মৃত আছের আলীর ছেলে আইয়ুব আলীসহ কয়েকজনের নামে সদর থানা একটি মামলা দায়ের করেন। যার নং- ৮৫, জিআর ২৯৮/১২ (সাত), ৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৪/ দঃ বিঃ ধারা। পরবর্তীতে থানা পুলিশ উক্ত ৪ জনের নামে চার্জশীট ঘটন করে। জজ কোর্টের অতিরিক্ত পিপি মিজানুর রহমান চর্জ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।