জাতীয়

বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রধানমন্ত্রীকে সুষমার ফোন

By Daily Satkhira

September 15, 2017

রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সুষমা স্বরাজ শেখ হাসিনাকে ফোন করেন। এসময় রোহিঙ্গা সঙ্কটে বাংলাদেশের পাশে থাকার কথা জানান সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন সুষমা স্বরাজ। এসময় সুষমা স্বরাজ জানান, রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে মিয়ানমারের ওপর দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চাপ দিচ্ছে তার দেশ।’

তিনি আরও বলেন, ‘সুষমা স্বরাজ জানান, তার দেশও চায়, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ হোক।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিমানবন্দরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ভারত সরকারের পাঠানো ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এসময় তিনিও জানান, রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় বাংলাদেশের পাশে থাকবে ভারত।