খেলা

শূন্য রানে ৫ উইকেট!

By Daily Satkhira

October 09, 2016

শূন্য রানে ২ উইকেট, ৫ রানে ৫ উইকেট কিংবা ১৫ রানে ৬ উইকেট পড়তে শুনেছেন। তাই বলে শূন্য রানেই ৫ উইকেট। হ্যাঁ এমন ঘটনাই ঘটল দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড নারী দলের ম্যাচে।

শনিবার আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শূন্য রানেই শেষের ৫ উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।

জয়ের জন্য তখন ৭৪ বলে প্রয়োজন ছিল মাত্র ১৩ রান। হাতে ৫ উইকেট। এমন পরিস্থিতিতেও জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা নারী দল!

নাটকীয় ম্যাচটা ১২ রানে জিতেছে নিউজিল্যান্ড নারী দল।

কিম্বারলিতে লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও হতাশার হলেও এক পর্যায়ে জয়ের পথেই হাঁটছিল প্রোটিয়ারা।

১৩ ওভারে প্রয়োজন ছিল ১৪ রান। কিন্তু দলীয় ১১৫ রানে নিকের্ক (৩৭) ষষ্ট ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার পরই ভেঙে পড়ে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার। স্কোরবোর্ডে আর একটি রানও যোগ করতে পারেনি কেউ! ১৩ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার স্যাটার্থওয়েট।