মাহফিজুল ইসলাম আককাজ : ভুটানে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলি (এপি.এ) সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠকে বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করতে যোগ দিয়েছিলেন সাতক্ষীরার কৃতি সন্তান সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বাংলাদেশের তিন সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এবং কর্মশালায় বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি বলেন, ‘এশিয়া মহাদেেশ সাংস্কৃতিক বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বয়, স্বাস্থ্যখাতে সহযোগতিা, এশিয়ার অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা ও জোরদার করার বিষয় তুলে ধরেন। শান্তিভিত্তিক ন্যায়বিচার ও পার্লামেন্টগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন, রাজনৈতিক, শান্তি ও নিরাপত্তা, সামাজিক ও সাংস্কৃতিক, অর্থনৈতিক ও টেকসই উন্নয়ন, জ¦ালানি, আন্ত সম্পর্কের সংলাপ, জনগণের সাথে যোগাযোগ, সাধারণ আইন এবং এশিয়ান শিল্পীদের জন্য পুরস্কার প্রদানের আহ্বান জানান এমপি রবি।’ এমপি রবি ভূটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে’র আমন্ত্রণে নৈশভোজে যোগদেন এবং মতবিনিময় করেন। কর্মশালায় প্রত্যাশিত নয়টি রেজুলেশন গ্রহনের মধ্য দিয়ে এশিয়ান পার্লামেন্টারি অ্যাসেম্বলির (এপিএ)সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক বৈঠকে স্থায়ী কমিটির প্রথম বৈঠক সফলতার সাথে শেষ হয়েছে। এছাড়াও দুই দিনব্যপী এই বৈঠকের শেষ দিনে রাশিয়ার প্রস্তাবিত আরেকটি রেজুলেশনও সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং এমপি মীর মোস্তাক আহমেদ রবি রোহিঙ্গা সমস্যা সমাধানে আলোচনা তুললে ১১টি দেশের প্রতিনিধিরা তা সমর্থন দেন। এপিএ কমিটির পরবর্তী বৈঠক হবে ২০১৮ সালে কম্বোডিয়ায়। এতেও নেতৃত্ব দিবেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। উল্লেখ্য , গত ২৮ আগস্ট সোমবার সকাল ৯টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ভূটানের ড্রুক এয়ারলাইন্সের একটি বিমানে যাত্রা করেন।