কালিগঞ্জ

কালিগঞ্জে ৫২ পূজা মণ্ডপে চলছে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি

By Daily Satkhira

September 17, 2017

কালিগঞ্জ ব্যুরো : কালিগঞ্জ উপজেলা জুড়ে দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত রয়েছেন প্রতিমা শিল্পীরা। সনাতন ধর্মালম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় দুর্গা উৎসবের আর মাত্র কয়েক দিন বাকী। পূজা মন্ডপ গুলিতে প্রতিমা তৈরির কাজ চলছে ইতিমধ্যে ভাস্কর্য্য শিল্পীরা নানা ধরণের রং তুলির আঁচড়ে দেব বেবীর মূর্তি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। আগামি ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার দেবী দুর্গার ষষ্টি পূজার মধ্যে দিয়ে অনুষ্ঠানিকতা শুরু হবে। এবছর কালিগঞ্জ উপজেলার ১২ ইউনিয়নে ৫২টি পূজা মন্ডপে শরদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরীর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উপজেলার মধ্যে গতবারের মত এবারও মৌতলা ইউনিয়নের পরামান্দকাটি পূজা মন্ডপে ১০১টি সর্ববৃহৎ দেব বেবীর প্রতিমা তৈরী করা হচ্ছে। এখানে পূজা উপলক্ষ্যে গেট প্যান্ডেল লাইটিং সহ ব্যাপক প্রস্তুতি ও সাজ সর্জ্জার আয়োজন করা হবে বলে কতৃপক্ষরা জানিয়েছেন। এই মন্ডপে পূজার উৎসবের দিন গুলিতে বিভিন্ন এলাকার মানুষ ভীড় জমাবেন। এছাড়া নলতা কালিবাড়ি ও দক্ষিণশ্রীপুরের গোবিন্দকাটি পূজা মন্ডপে সর্ববৃহত প্যান্ডেল, লাইটিং ও দর্শনীয় সাজ সজ্জার মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অন্যান্য পূজা মন্ডপেও চলছে ব্যাপক প্রস্তুতি। অন্যদিকে এই উৎসবের সাথে জড়িত সম্প্রদায়ের ব্যাক্তিরা উৎসব ভাগাভাগি করে নিতে কেনা কাটা সেরে ফেলছেন। সনাতন ধর্মীয় শাস্ত্রমতে আগামি ২৬ সেপ্টেম্বর ৫ দিন ব্যাপী নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই উৎসব। পূজা কমিটির স্ব-স্ব আয়োজকবৃন্দ বর্ণিল সাজে মন্ডপ গুলি সাজানোর পরিকল্পনা নিয়েছে। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষনের। পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইন জানান ২৭ সেপ্টেম্বর বুধবার দেবীর সপ্তমীর বিহীত পূজা। পরের দিন বৃহস্পতিবার দেবীর অষ্টমী পূজা, শুক্রবার দেবী দুর্গার মহানবমী, শনিবার কল্পনারম্ভ ও বিহীত পূজা সমাপনী। আগামী শনিবার দেবী দুর্গার দশমী বিহীত পূজা সমাপনান্তে বিসর্জন প্রশস্তা। এবার দেবী দুর্গা আসছেন নৌকায় করে (অর্থাৎ ফলম শস্যবৃদ্ধিস্তমাজলম) এবং দেবী দুর্গা ঘোটকে করে গমন করবেন। (অর্থাৎ ফলম ছত্রভঙ্গস্তরঙ্গমে)। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ জানান, গতবারের চেয়ে উপজেলায় ১টি পূজা মন্ডপ বেশী হয়েছে মোট ৫২টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শারদীয়া দূর্গাপূজা সনাতন ধর্মলম্বমীদের হলেও উৎসব সার্বজনীন। সকলের সহযোগীতায় এ উৎসব সুন্দর ও স্বার্থক হবে বলে মনে করেন। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান জানান কালিগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ট ও সুন্দর ভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোগীতা করা হবে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কর জায়দুল হক জানান, পূজা মন্ডপ গুলিতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি আরো বলেন পূজা মন্ডপে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। কোথায় কোন ধরণের ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে অবগত করতে হবে। প্রতি বছরের ন্যায় এবছরও প্রশাসনের তরফ থেকে মন্ডম গুলিতে নেয়া হয়েছে বাড়তি নজরদারী। প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশিাপাশি আনছার ভিডিপি, গ্রাম পুলিশ ও স্বেচ্ছা সেবকরা আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।