আসাদুজ্জামান : স্কুল শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি ও ঝরে পড়া রোধে সাতক্ষীরায় মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহরের দক্ষিণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহজ মোঃ নজরুলইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্জ সালেহা ইসলাম, স্কুল পরিচালনা কমটির সদস্য অনামী কৃষ্ণ মন্ডল, রমজান আলী, প্রধান শিক্ষিকা মাছুরা খাতুন, সহকারী শিক্ষিকা ফরিদা ইয়াছমিন, শামিমা খাতুন, নাহিদ সুলতানা, নাহিদা আক্তার, প্রমুখ। প্রধান অতিথি এ সময় বলেন, স্কুল শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি করতে এবং ঝরে পড়া রোধ করার জন্য তার নিজস্ব উদ্যোগে প্রতিদিন দুপুরে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এই মিড ডে মিল কর্মসূচির আওতায় খিচুড়ি বিতরণ করা হবে।