ফিচার

কলারোয়ায় স্কুল ছাত্রকে বেধড়ক পিটিয়েছে পাষণ্ড শিক্ষক; নেপথ্যে প্রাইভেট টিউশনি

By Daily Satkhira

September 17, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরার কলারোয়ায় শ্রেণিকক্ষে বানান ভুল করার অপরাধে স্কুল শিক্ষকের বেতের আঘাতে অষ্টম শ্রেণির এক ছাত্র আহত হয়েছে। আহত স্কুল ছাত্রকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা ৮হয়েছে। প্রাইভেট না পড়ায় ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে বাবান ভুলের অভিযোগ এসে তাকে মারপিট করা হয় বলে জানান আহত ছাত্রের অভিভাবকরা। আহত ছাত্রের বাবা উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের সুভাস ঘোষ জানান, তার ছেলে সুদীপ্ত ঘোষ কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। সপ্তম শ্রেণিতে থাকার সময় স্কুলের ইংরেজি শিক্ষক মনিরুজ্জামানের কাছে প্রাইভেট পড়াতো। অষ্টম শ্রেণিতে ওটার পর থেকে মনিরুজ্জামান আবারও তার কাছে প্রাইভেট পড়াতে ও নির্ধারিত গাইড অনুসরণ করতে চাপ দিয়ে আসছে। শিক্ষক মনিরুজ্জামানের নির্দেশিত নোট গাইড অনুসরণ না করাসহ তার কাছে প্রাইভেট না পড়ার কারণে ছাত্র সুদীপ্তের উপর ক্ষিপ্ত ছিলো। অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, রোববার বেলা সাড়ে ১২ টার দিকে শ্রেণিকক্ষে একটি ইংরেজি শব্দের বানান ঠিক করে বলতে না পারায় শিক্ষক মনিরুজ্জামান বেঁতের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় ভয়ে শ্রেণিকক্ষের অন্য শিক্ষার্থীরা দৌড়ে বাইরে বেরিয়ে যায়। পরে জানতে পেরে সহকর্মী শিক্ষকরা এসে সুদীপ্তকে উদ্ধার করে অফিস কক্ষে নিয়ে তার বাবা-মাকে খবর দেয়া হয়। পরে তারা আহত সুদীপ্তকে নিয়ে কলারোয়া হাসপাতালে ভর্তি করে। সুদীপ্ত’র বাবা-মা ওই শিক্ষকের বিচার দাবি করেছেন। শিক্ষক মনিরুজ্জামান জানান, সুদীপ্ত ভালো ছাত্র। সম্প্রতি পড়ালেখায় অমনযোগী হয়ে পড়ায় ও ক্লাসে বানান ভুল করার জন্য তাকে বেত দিয়ে মৃদু আঘাত করা হয়েছে। তার কাছে প্রাইভেট না পড়ার অজুহাতে মারপিট করার বিষয়টি সত্য নয়। এদিকে কলারোয়া জিকেএমকে হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব জানান, সুদীপ্ত ভাল ছাত্র, ক্লাসে অমনোযোগী থাকায় শিক্ষক মনিরুজ্জামান শাসন করার জন্য তাকে বেত্রাঘাত করলেও সে আঘাত গুরুতর নয়। ওই শিক্ষকের বিরুদ্ধে নির্যাতনের বিষয়টি তিনি পরিচালনা কমিটির সভায় উত্থাপন করে ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন। কিন্তু শ্রেণি কক্ষে বেত নিয়ে যাওয়াটাই যেখানে গুরুতর অপরাধ সেখানে ওই শিক্ষক কিভাবে তা করলেন সে প্রশ্নের কোন সদুত্তর দেননি প্রধান শিক্ষক রব। কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম জানিয়েছেন, আহত সুদীপ্তের দুই হাতে ৮-১০টি আঘাতের চিহ্ন রয়েছে। তার বাম বাহুতে আঘাতের ফলে ক্ষত সৃষ্টি হয়েছে।