খেলা

সাতক্ষীরা ক্রিকেট আম্পায়ার্স এসোসিয়েশন নির্বাচনে শফি-মুকুল পরিষদের জয়

By Daily Satkhira

September 17, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশ সাতক্ষীরা জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শফি-মুকুল পরিষদ নিরুঙ্কুুশ বিজয় লাভ করেছে। রোববার সকাল ১০টা থেকে জেলা ক্রীড়া সংস্থা ভবনে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলে। ১২টি পদে মোট ২৪ জন প্রার্থী দুইটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। পদাধিকারবলে সভাপতি জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন পিপিএম (সেবা), পদাধিকারবলে সিনিয়র সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ. কে.এম আনিছুর রহমান। সহ-সভাপতি পদে মো. শফিকুল ইসলাম শফি ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুর রহমান লাল্টু পেয়েছেন ১৮ ভোট, সাধারণ সম্পাদক পদে আ.ম আখতারুজ্জামান মুকুল ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম হাসান শানু পেয়েছেন ১৬ ভোট, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ইদ্রিস আলী বাবু ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৬ ভোট পেয়েছেন, কোষাধ্যক্ষ পদে মীর তাজুল ইসলাম রিপন ২৫ ভোট পেয়ে নির্বাচিন হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আব্দুস সামাদ পেয়েছেন ১৭ ভোট, দপ্তর সম্পাদক পদে কাজী মো. ফরহাদ ২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মহসীন পেয়েছেন ১৮ ভোট, পদাধিকারবলে ১নং সদস্য জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সম্পাদক শেখ আব্দুল কাদের। সদস্য নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান সৈকত (২৬) ভোট, শেখ আখেরুজ্জামান তাপস (২৫) ভোট, জি.এম সাইফুল ইসলাম বাপ্পি (২৫) ভোট, শেখ আসিফ কবির হীরন (২৪) ভোট, শেখ ফারুকার রশিদ (২৪) ভোট, মো. মনজুরুল হাসান আকাশ (২৪) ভোট, সাইফ উদ্দিন আহমেদ মুকুল (২৩) ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু। নির্বাচন কমিশন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদ হাসান মুক্তি, মো. রুহুল আমিন।