নিজস্ব প্রতিবেদক : করদাতাকে উৎসাহিত করতে গণসচেতনতা সৃষ্টি করতে আরও বেশি পরিমাণে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। সরকারি ও বেসরকারিভাবে সাধারণ মানুষকে কর প্রদানে উদ্বুদ্ধ করতে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সাধারণ মানুষের মধ্য থেকে কর ভীতি দূর করতে হবে। কর যারা আদায় করেন সেই কর্তৃপক্ষকে আরও বেশি জনবান্ধব হতে হবে। কর বিভাগের কর্মকর্তাদের সাধারণ মানুষের কাছাকাছি অবস্থান করতে হবে। নাগরিক সুবিধা বাড়াতে হলে নাগরিককে কর প্রদান করতে হবে। রাষ্ট্র যত বেশি কর আদায় করতে পারবে তত বেশি নাগরিক সুবিধা প্রদান করতে পারবে। রোববার সকাল ১০টায় শহরের কাটিয়ায় সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়িতে সুশাসনের জন্য প্রচারাভিযান-সুপ্র, সাতক্ষীরা জেলা কমিটি আয়োজিত আয়োজিত ‘সাম্প্রতিক কর ও ভ্যাট ব্যবস্থাপনা বিষয়ক অধিপরামর্শ সভায় অতিথিবৃন্দ এসব কথা বলেন। অক্সফ্যামের আর্থিক সহযোগিতায় সুপ্র সাতক্ষীরা জেলা কমিটি আয়োজিত এই অধিপরামর্শ সভায় প্রদান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ নজরুল ইসলাম। সুপ্র জেলা কমিটির সহসভাপতি মরিয়ম মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিপরামর্শ সভায় জেলা কমিটির সদস্য সচিব মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতী, শেখ আজহার হোসেন ও সাতক্ষীরা কমার্স কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ।