আসাদুজ্জামান : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারনে আজ সোমবার সকাল থেকে বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে। সে দেশের সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাষ্টমস এর পক্ষ থেকে একটি সাধারন ডায়েরী করায় তারা এই অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মিহির ঘোষ স্বাক্ষরিত এ পত্রে জানানো হয়েছে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সে দেশের কাষ্টমস এর পক্ষ থেকে বসিরহাট থানায় গত ১৭ই আগষ্ট একটি সাধারন ডায়েরী করা হয়। এরই প্রেক্ষিতে চলতি মাসের ৯ তারিখে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো এ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় কাষ্টমসের এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে আজ সোমবার থেকে এ্যাসোসিয়েশনের সকল সদস্য অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি পালন করবে। তিনি আরো জানান, এরই প্রেক্ষিতে সে দেশের এ্যাসোসিয়েশনের সকল সদস্য আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করায় আমাদের এ পারেও (ভোমরা বন্দরে) মূলত আমদানী-রপ্তানী কার্যক্রম কার্যত বন্ধ হয়ে গেছে। ভোমরা স্থল বন্দরের সহকারী কমিশনার রেজাউল হক জানান, এ ঘটনাটি তিনি শুনেছেন। তারা যথারীতি অফিস খুলে তাদের সকল অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছেন। তবে, এখনও পর্যন্ত পণ্যবাহি কোন পরিবহন প্রবেশ করেনি।