খেলা

৩ গোলে পিছিয়ে থেকেও ভারতের বিপক্ষে বাংলাদেশের ৪-৩ গোলে জয়!

By Daily Satkhira

September 18, 2017

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য, অসাধারণ। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়েরদিনে এই প্রশংসা কমই বলা হবে। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রথমে তিন গোলে পিছিয়ে থাকার পরও দারুণভাবে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ যুব দল। শক্তিশালী ভারতকে তারা হারিয়ে দিয়েছে ৪-৩ গোলে।

আজ সোমবার ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ দল শুরু থেকে ছিল অনেকটা ব্যাকফুটে। ম্যাচের প্রথমার্ধেই খেয়ে বসে তিন গোল। এর পর দ্বিতীয়ার্ধে অন্য রূপে দেখা যায় লাল-সবুজের দলকে। বিরতির পর তারা শুধু তিন গোলই শোধ করেনি, শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মেতেও উঠে।

চাংলিমিথাং স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের জয়ে জোড়া গোল করেন জাফর ইকবাল। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।

আসরে বাংলাদেশ, ভারত ছাড়াও মালদ্বীপ, নেপাল ও স্বাগতিক ভুটান অংশ নিচ্ছে। আর শ্রীলংকা টুর্নামেন্ট শুরুর আগে নাম প্রত্যাহার করে নেয়। তাই খেলা হচ্ছে রাউন্ড রবীন লিগ পদ্ধতিতে।

আগামী বুধবার মালদ্বীপের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ২৫ সেপ্টেম্বর মাঠে নামবে তারা। দুইদিন পর স্বাগতিক ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে মাহবুব হোসেন রক্সির শিষ্যরা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।