কলারোয়া

কলারোয়ায় উত্যক্তকারী কলেজ ছাত্রের কারাদণ্ড, পেট্রোল পাম্পে জরিমানা

By Daily Satkhira

September 18, 2017

কলারোয়া ডেস্ক : সাতক্ষীরার কলারোয়ায় গার্র্লস পাইলট হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রী(১৪)কে উত্যক্ত করার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক কলেজ ছাত্রকে বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে গার্র্লস পাইলট হাইস্কুলের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী নিবার্র্হী ম্যাজিস্টেট ও নিবার্হী অফিসার মনিরা পারভীর এই কারাদ- প্রদান করেন। নির্বাহী অফিস সূত্রে জানা যায় উপজেলার শ্রীপতিপুুর গ্রামের জয়নুুল ইসলামের ছেলে ও সাতক্ষীরা সরকারি কলেজের ৩য় বর্র্ষের ছাত্র সুমন (২৩)। প্রতিদিন স্কুল চলাকালীন সময়ে গার্র্লস পাইলট হাইস্কুলের ছাত্রী নাদিরাকে রাস্তায় উত্যক্ত করতো। ছাত্রী বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানালে শিক্ষক উপজেলা নির্বাহী অফিসারকে অবগতি করেন। সুযোগ বুঝে একই সময়ে কলেজ ছাত্র, স্কুল ছাত্রীকে স্কুলের আসার পথে উত্যক্ত করায় স্কুলের শিক্ষকরা উত্যক্তকারী ছাত্রকে আটক করে ভ্রাম্যমাণ আদলতকে খবর দেয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেটের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থানে হাজির হয়ে প্রকাশ্যে আদালত বসিয়ে স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে কলেজ ছাত্র সুমনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে দুুপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্সের মিয়াদ উত্তীর্ণ হওয়ায় ইউরেকা তেল পাম্পের মালিক শেখ তোজাম্মেল হক মানিককে ৪ হাজার টাকা, সোনিয়া তেল পাম্পের ম্যানেজার শাহাজানকে ৪ হাজার টাকা, হোসেন তেল পাম্পের ম্যানেজার আজিজুুল হককে ২ হাজার টাকা ও কাজীরহাট তেল পাম্পের ম্যানেজার আব্দুল হাকিমকে ৩ হাজার টাকা করে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন থানার এএসআই নূর আলী, বিএসটিআই এর অফিসার আব্দুুর রকিব, উপজেলা নিবার্হী অফিসের বেঞ্চ সরকারী এম এ মান্নান প্রমুখ।