সাতক্ষীরা

ঝাউডাঙ্গার বলাডাঙ্গায় দীর্ঘদিনেও পৌঁছায়নি বিদ্যুতের আলো

By Daily Satkhira

September 19, 2017

জি. এম আবুল হোসাইন : সদর উপজেলার অবহেলিত একটি গ্রাম বলাডাঙ্গা। গ্রামটিতে রয়েছে একাধিক স্কুল, মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠান। গ্রামটির কিছু কিছু এলাকা ও আশেপাশে বিদ্যুতের আলোয় আলোকিত হলেও বলাডাঙ্গা গ্রামটির একটি বড় অংশ রয়েছে বিদ্যুৎ বিহীন। যে কারনে গ্রামবাসী অত্যন্ত কষ্ঠে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। সরেজমিনে জানা গেছে গ্রামটিতে প্রায় সাড়ে ৩ হাজার লোকের বসবাস। যেখানে প্রায় আড়াই শত পরিবারেরও বেশি পরিবার দীর্ঘদিন বিদ্যুতের আলো থেকে বঞ্চিত। সরকারের ঘোষনা অনুযায়ী প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ঘোষণা থাকলেও গ্রাটিতে রয়েছে বিপরীত চিত্র। এলাকা বাসী বারবার আবেদন নিবেদন করেও কোন ফল হয়নি। স্থানীয় গ্রামবাসি জাহিদ হাসান জানান, আমাদের মত অবহেলিত গ্রাম মনে হয় বাংলাদেশের কোথাও নেই। ডিজিটাল যুগে প্রতিটি কাজে বিদ্যুতের ব্যবহার বহুগুন বেড়ে গেছে। ছাত্রছাত্রীদের লেখাপড়া থেকে শুরু করে সকল কাজকর্মে বিদ্যুৎ ছাড়া জনজীবন অচল। বিদ্যুৎবিহীন গ্রামটিতে অসহ্য গরমে জন জীবন প্রায় ওষ্ঠাগত। বলাডাঙ্গা গ্রামের শিক্ষার্থী রনি, হাবিবুর, সিজান, সোহানা সহ আরো বলেন, বিদ্যুত না থাকায় প্রচ- গরমে আমরা পড়াশুনা করতে পারছি না। আমাদের মত শিশুদের কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে বিদ্যুতের ব্যবস্থা হলে আমাদের কষ্ট লাঘব হবে। মাধবকাটি বাজার কমিটির সভাপতি বলাডাঙ্গা গ্রামের আবুল খায়ের বিশ্বাস বলেন, বিদ্যুতের জন্য বিদ্যুত বিভাগ, স্থানীয় সংসদ সদস্যসহ জনপ্রতনিধিদের নিকট বারবার আবেদন করেছি। কিন্তু বিদ্যুৎ বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধিরা দীর্ঘ দিন ধরে আমাদের আশ্বস্ত করা ছাড়া কাজের কাজ বলতে কিছুই হচ্ছে না। এদিকে স্থানীয় সমাজসেবক মো. আলী হোসেন বলেন, বিদ্যুতের জন্য গ্রামবাসিকে নিয়ে আমরা দীর্ঘদিন চেষ্টা করছি। আশার তরি তীরে এসে কখন ধরা দিবে এই প্রতিক্ষায় বলাডাঙ্গা গ্রামবাসী। এক্ষেত্রে সাতক্ষীরা সদরের সংসদ সদস্যসহ বিদ্যুৎ বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন এলাকাবাসী।