প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদেশে পাঠানোর নাম করে প্রতারণা ও প্রদত্ত টাকা ফেরত চাওয়ায় হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আশাশুনি উপজেলার বাউশালী গ্রামের মৃত গনি সরদারের ছেলে আব্দুল হান্নান এই অভিযোগ করেন। এ সময় লিখিত বক্তব্যে বলা হয়, আশাশুনি উপজেলার ০৫নং বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিএনপি নেতা ও বিভিন্ন অপকর্মের হোতা, গডফাদার আব্দুর রউফ, তার সৌদি প্রবাসী ছোট ভাই গাউস গাজীর মাধ্যমে আব্দুল হান্নান ও মিজানুর রহমানকে বিদেশ পাঠানোর জন্য গত ২০/১১/২০১৫ তারিখে নগদ বিশ লক্ষ টাকা নেন। তাদের সাথে শর্ত ছিল ২ মাসের মধ্যে এক লক্ষ টাকা বেতনে সৌদি আরব অথবা অন্য কোন দেশে ভাল চাকুরীর ব্যবস্থা করবেন। টাকা গ্রহণের সময় সিকিউরিটি সরূপ আব্দুর রউফ গাজী তার নিজ নামীয় রূপালী ব্যাংক বড়দল শাখা, বর্তমানে বুধহাটা শাখা,সাতক্ষীরা-তে স্থান্তরিত-এর চলতি হিসাব নং ৯০১ চেক নং- ০৭৫৮৩৫০-এ ২০ লক্ষ টাকার চেক প্রদান করেন। কিন্তু ২মাস অতিবাহিত হলেও তিনি বিদেশ না পাঠিয়ে টালবাহনা করতে থাকেন। এক পর্যায়ে আঃ রউফ গাজী তাদের কক্সবাজার নিয়ে জোর পূর্বক সমূদ্র পথে মাছ ধরা ট্রলারে করে মালয়েশিয়া পাঠানোর চেষ্টা করেন। কিন্তু উত্তাল সমূদ্র পথে জীবনের ঝুকি নিয়ে বিদেশে যেতে রাজি না হয়ে তারা বাড়ি ফিরে আসে। পরে এলাকাবাসীর মাধ্যমে তারা জানতে পারেন আঃ রউফ গাজী একজন দালাল ও মানব পাচার কারী। তারা এর আগে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়া লোক পাঠিয়েছেন। পরে বাড়ি ফিরে রউফ গাজীর কাছে প্রদত্ত ২০ লক্ষ টাকা ফেরত চাইলে তিনি বলেন ব্যাংকে চেক জমা দিয়ে টাকা উঠিয়ে নেন। সে মোতাবেক ২৫/০১/২০১৬ তারিখে চেকটি সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিলে ব্যাংক কর্তৃপক্ষ চেকটি ডিজঅনার করে ফেরত দেন। এরপর বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে তাকে গত ২৭/০১/২০১৬ তারিখে রেজিঃ ডাকযোগে টাকা ফেরতের লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়, যা তিনি রিসিভ করেছেন। কিন্তু তিনি টাকা পরিশোধ না করে ২নং বুধহাটা ইউনিয়নের চাপড়া গ্রামের মৃত তাহের সরদারের ছেলে আবুল হাসেম (জাতীয় পাটির নেতা) ও আকবর (জামায়াত নেতা) কে দিয়ে ভয়ভীতি দেখান। তারা রউফ গাজীর পূর্ব পরিচিত ও বন্ধু। টাকা ফেরত না পেয়ে গত ০১/০৩/২০১৬ তারিখে আঃ রউফ গাজীকে বিবাদী করে বিজ্ঞ সিনিয়র ম্যাজিস্ট্রেট (২) নং আদালতে ভুক্তভোগীরা মামলা দায়ের করেন। যার নং-সিআর ১৯/১৬(আশা:) এবং যা বর্তমানে সেশন নং ২৯৭/১৬ যা সাব-জজ ২য় আদালতে বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে বিবাদী তাকে ও তার পরিবারের সদস্যদের অপহরণ করে খুন গুম করাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির হুমকি দিচ্ছে।