সাতক্ষীরা

সাতক্ষীরায় ‘লীড ব্যাংক’ পদ্ধতিতে স্কুল ব্যাংকিংকে তরান্বিত করতে কনফারেন্স

By Daily Satkhira

September 19, 2017

আসাদুজ্জামান : সাতক্ষীরায় ‘লীড ব্যাংক’ পদ্ধতির মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং খাতকে ত্বরান্বিত করার জন্য এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলার সকল তফসিলী ব্যাংকের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় জেলা শিল্পকলা মিলনায়তনে র‌্যালি ও ফেস্টুন উড়িয়ে উক্ত কনফারেন্সের উদ্বোধন করা হয়। সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উক্ত ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার মহা ব্যাবস্থাপক অসীম কুমার মজুমদার, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার এস এম সাইদুর রহমান, এস.বি.এ. সি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আবু বায়জিত শেখ প্রমুখ। প্রধান অতিথি এ সময় বলেন, ব্যতিক্রমধর্মী এই ব্যাংকিং পদ্ধতি এ জেলায় এই প্রথম চালু করা হয়েছে। এই ব্যাংকিং পদ্ধতি চালুর মাধ্যমে স্কুল শিক্ষার্থীরা তারা তাদের সঞ্চয় করা টাকা দিয়ে ভবিষ্যতে তারা আরো ভাল কিছু করতে পারবে।